কুমারখালীতে লালন মেলা হচ্ছে
লালন মেলা
কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার বাউল সম্রাট লালন ফকিরেরর স্মরণে লালন মেলা শুরু হয়েছে। দেশবিদেশের লালন ভক্তরা এতে অংশ নিচ্ছেন। তবে দিন দিন লালনের স্মরণে এই মেলা তার আসল রূপ হারাচ্ছে। রাজনীতিকরণ, বাণিজ্যিক প্রচার আর কর্পোরেট সহায়তায় লালন মেলা হয়ে উঠছে যেন একটা অনুষ্ঠানের ঘটা। এতে প্রকৃত লালন ভাবুক, গবেষক আর বাউলদের প্রাধান্য নিতান্তই কম। আমলা, রাজনৈতিক নেতা আর ্ প্রশাসনের কর্তাব্যক্তিদের গতবাধা অনুষ্ঠানই যেন লালন মেলার উপজীব্য।



Comments
Post a Comment